ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তিস্তা চুক্তি

তিস্তা চুক্তি

তিস্তাসহ সব নদীর পানিবৈষম্যের অবসান হোক

প্রতিবছর দেশের উত্তরে বন্যা, পশ্চিমে বন্যা, পূর্বে বন্যা– যখন তখন বন্যার তোড়ে ভেসে যাওয়া কি আমাদের নিয়তি হয়ে থাকবে? শীত ও গ্রীষ্মকালে তিস্তা নদীর বালুচরে স্যান্ড সার্ফিং করে আর কতকাল ধুলোবালি মেখে ঘরে ফিরবে সেখানকার ভুক্তভোগী মানুষজন? আন্তর্জাতিক নদী তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে আর নতুন কোনো বৈষম্য সৃষ্টি হোক, তা শুনতে ও সহ্য করতে চাই না। সামনের দিনগুলোতে আমরা তিস্তার ধু-ধু বালুচরে ‘স্যান্ড সার্ফিং’ করে সময় নষ্ট করতে চাই না। তরুণ প্রজন্মের গঠনমূলক অংশগ্রহণে আন্তর্জাতিক নদী তিস্তাসহ দেশের সব নদীর পানিবৈষম্যের আশু অবসান হোক।

আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৬
তিস্তাসহ সব নদীর পানিবৈষম্যের অবসান হোক

সর্বশেষ