ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশ বার্ড ক্লাব

বাংলাদেশ বার্ড ক্লাব

পাখির জন্য ভালোবাসা

প্রায় ৩০ বছর আগে রাজধানীর একটি বাড়িতে আড্ডা শুরু হয় পাখি দেখিয়েদের। তখনও বার্ড ক্লাবের ধারণা অনেকের কাছে স্পষ্ট ছিল না। সেই আড্ডা চলতে থাকে বছরখানেক। এরপর শুরু হয় আগ্রহীদের মাসিক পত্রিকা প্রকাশ। পরে আনুষ্ঠানিক নামকরণ হয় ‘বাংলাদেশ বার্ড ক্লাব’। ক্লাবের কাজ শুধু পাখি দেখাতে সীমাবদ্ধ থাকেনি। পাখি পর্যবেক্ষণ, গণনার সঙ্গে যুক্ত হয় গবেষণা এবং সংরক্ষণের মতো জটিল ও দায়িত্বশীল কাজ। এ কাজে দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন এবং নবীন-প্রবীণ ব্যক্তিরাও এগিয়ে এসেছেন। এ উদ্যোগের পুরোধা ব্যক্তি এবং দেশের অন্যতম পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের সঙ্গে কথা বলে লিখেছেন শাহেরীন আরাফাত–

আপডেটঃ ০৩ মে ২০২৫ | ১৪:৩৮
পাখির জন্য ভালোবাসা

সর্বশেষ