ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাসরঘর থেকে থানা হাজতে ধর্ষক বর

বাসরঘর থেকে থানা হাজতে ধর্ষক বর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ১০:৪২

সাভারে ধর্ষণের অভিযোগে বাসরঘর থেকে এক বরকে গ্রেফতার করে থানা হাজতে পাঠিয়েছে পুলিশ। সাবেক প্রেমিকার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মনিরুল ইসলাম আলিফ (৩০) সাভারের ভাগলপুর এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, মনিরুল ইসলাম আলিফের সঙ্গে এক গার্মেন্টকর্মী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে প্রায় আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে একটি ভাড়া বাসায় তার সঙ্গে নিয়মিত মেলামেশা করে আসছিলেন আলিফ। প্রেমিকাকে না জানিয়ে শুক্রবার রাতে বাবা-মায়ের কথায় বিয়ের পিঁড়িতে বসেন আলিফ। সব আয়োজন শেষে নববধূকে ঘরেও তোলেন। এরই মধ্যে ওই তরুণী বিয়ের খবর পেয়ে আলিফের বাসায় ছুটে যান। সেখানে গিয়ে প্রতিবাদ করলেও ন্যায়বিচার না পেয়ে ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই আলিফের বাসায় গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে আলিফ তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করেন।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ ঘটনার সত্যতা স্বীকার করায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযোগকারী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×