ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২১ মার্চ

সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২১ মার্চ

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ০৭:৩৭ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ০৭:৪০

সিলেট জেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে নগরীর শিবগঞ্জে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কাউন্সিল আয়োজেনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত হলেও স্থান ও সময় পরবর্তিতে ঘোষণা করা হবে। এছাড়া আগামী ১২ মার্চের মধ্যে জেলার আওতাধীন সবকটি উপজেলা ও পৌর ইউনিটের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাউন্সিল পরিচালনার লক্ষ্যে সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফারকে নির্বাচন কমিশনের প্রধান মনোনীত করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য মনোনীত হয়েছেন, আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী ও আহ্বায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদা।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার জানান, যেসব উপজেলা ও পৌর ইউনিটে এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি, তাদের আগামী ১২ মার্চের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সবার ছবি ও জাতীয় পরিচয়পত্রসহ তালিকা জেলা আহ্বায়কের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জরুরি সভায় বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে সৃষ্ট সংকট সমাধানের লক্ষে বুধবার জেলা বিএনপির প্রতিনিধিদের সঙ্গে উপজেলা আহ্বায়ক কমিটির সভার সিদ্ধান্ত হয়েছে। 

আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে জরুরি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মইনুল হক চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২ অক্টোবর কামরুল হুদা জায়গীরদারকে আহবায়ক করে জেলা বিএনপির ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিকে তিন মাসের মধ্যে আওতাধীন সকল ইউনিটের সম্মেলন করে জেলার কাউন্সিল করার সময় বেঁধে দেওয়া হয়। তবে অভ্যন্তরীণ বিরোধ ও করোনার প্রাদুর্ভাবের ফলে আহবায়ক কমিটির কার্যক্রম বিঘ্নিত হয়। সর্বশেষ ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারির কাউন্সিলে সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন হয়েছিল। আসন্ন কাউন্সিলেও সরাসরি ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×