ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাফিক পুলিশের মামলা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ট্রাফিক পুলিশের মামলা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ০৫:০৬ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ০৫:৩৯

হেলমেট ভাঙা থাকার অভিযোগে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীকে মামলায় দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে সিলেট-তামাবিল সড়কে শতশত যানবাহন আটকা পড়ে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা অবরোধের পর পুলিশ ও ছাত্রলীগ নেতাদের মধ্যস্থায় অবরোধ তুলে নেয় তারা।

জানা যায়, সিলেটের এমসি কলেজের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মাথায় হেলমেট ভাঙা থাকার অভিযোগে মামলা দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ। এসময় ওই শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। ওই মামলা দেওয়ার পর শিক্ষার্থীরা কলেজের পাশের টিলাগড় মোড়ে সড়কে অবস্থান নেয়। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্রাচার্জ রাজন সমকালকে বলেন, হেলমেটের মামলা দেওয়ার কারণে তারা বিক্ষোভ করে। সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা।  

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে ভাঙা হেলমেট মাথায় দিয়ে এক ছাত্র এমসি কলেজে আসছিলেন। টিলাগড় মোড়ে থাকা ট্রাফিক পুলিশ হেলমেট ভাঙা থাকায় ওই শিক্ষার্থীর মোটরসাইকেল আটকে ১৫ হাজার টাকার মামলা দেয়। মামলা দেওয়া ওই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলেও জানান তারা।

এরপর ওই শিক্ষার্থী কলেজে গিয়ে তার সহপাঠীদের বিষয়টি অবগত করলে শতাধিক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নেয়। এসময় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে তারা। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ও ছাত্রলীগ সভাপতিসহ অন্যান্য নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

×