গোয়াল ঘরে ছিল ২৮ কেজি ওজনের ‘কষ্টিপাথরের’ শিবলিঙ্গ

ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০০:২০ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০০:২২
হবিগঞ্জের মাধবপুরে ২৮ কেজি ওজনের ‘কষ্টিপাথরের’ একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রোববার মধ্যরাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের গোয়াল ঘর থেকে ২৭ কেজি ৯০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মৃত অনুকুল সরকারের ছেলে অরুণ সরকারকে (৫২) আটক করা হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি প্রকৃত কষ্টিপাথরের শিবলিঙ্গ। এ ব্যাপারে যথাযথ আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।