রাজশাহীতে পারটেক্স গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ২৩:৪৬ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০১:১৩
রাজশাহীর দড়িখরবোনা মোড়ে পারটেক্স এরন গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, এই গুদামে পারটেক্স বোর্ডসহ বিভিন্ন রাসায়নিক রাখা ছিল। বাচ্চু নামের এক ব্যক্তির নিজস্ব গুদাম এটি।
সকাল ১০ টার দিকে ওয়েলডিং মিস্ত্রিরা গুদামে ঝালাইয়ের কাজ করছিল। হঠাৎ ওয়েলডিংয়ের আগুন ছিঁটকে পড়ে আগুন ধরে যায়।
মোস্তাক হোসেন নামের এক ব্যক্তি জানান, আবাসিক এলাকায় গলির ভেতরে এমন গোডাউন কীভাবে করে? গোটা এলাকা এর জন্য ঝুঁকিতে পড়েছে।