মেধাবী হাবিবুর এখন মানসিক ভারসাম্যহীন

রংপুর অফিস
প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ১০:০৯ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ১২:৫৮
প্রায় চার বছর পর গত সোমবার রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ৩৯ বছর বয়সী এম হাবিবুর রহমান। তবে তার চোখে-মুখে এখন আতঙ্কের ছাপ। এর আগে এমবিএ পাস করে নগরীর পার্কের মোড়ে হোমিওপ্যাথি ওষুধের দোকানে কম্পাউন্ডারের কাজ করতেন তিনি।
ওষুধের নামে মাদক বিক্রির দায়ে তাকেসহ দোকানে চিকিৎসা নিতে আসা আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একসঙ্গে গ্রেপ্তার হওয়া নগরীর আশরতপুরের আসাদুজ্জামান মন্ডল, মিঠাপুকুর ইমাদপুরের আশিকুর রহমান ও সাতমাথার ডা. এম এ কাউসার ১৫-২০ দিনের মধ্যে জামিনে কারাগার থেকে মুক্তি পান। তবে হাবিবুর আর কারাগার থেকে বের হতে পারেননি।
২০১৮ সালের ৩ জুলাই থেকে জেল খেটেছেন তিনি। তার জামিন আবেদনের জন্য কেউ এগিয়ে আসেনি। বাল্যকালের স্কুল বন্ধু অ্যাডভোকেট মাহে আলম খবর পেয়ে হাবিবুরের জামিনের জন্য তৎপরতা চালান। এর পর ৩ বছর ৮ মাস ১০ দিন জেল খেটে জামিনে মুক্ত হন হাবিবুর। জেল থেকে মুক্ত হয়েও হাবিবুর দিশেহারা। অনেকটা মানসিক ভারসাম্য হারিয়েছেন।
মাহে আলম বলেন, 'যখন জানতে পারি আমার বাল্যকালের মেধাবী বন্ধু হাবিবুর বিনাদোষে মাদক মামলায় জেল খাটছে, তখনই আমার সিনিয়রকে বিষয়টি জানাই। এর পর যথাযথ প্রক্রিয়ায় আমরা জামিন আবেদন করলে আদালত জামিন দেন।'
- বিষয় :
- মাদক মামলা
- কারাভোগ
- জামিনে মুক্ত
- রংপুর