সমকাল সুহৃদ সমাবেশ উদ্যোগ গোপালগঞ্জে ১ হাজার মানুষ পেল চক্ষু সেবা

সমকাল সুহৃদ সমাবেশ উদ্যোগ গোপালগঞ্জে ১ হাজার মানুষ পেল চক্ষু সেবা- সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ১০:৫৭
গোপালগঞ্জে বাঘিয়ার বিলের শিক্ষার্থী ও দলিত সম্প্রদায়ের ১ হাজার মানুষ বিনামূল্যে পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দৃষ্টি দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, সমকাল সুহৃদ সমাবেশ,অরবিস দিনব্যাপী মেগা চক্ষু ক্যাম্প করে। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তারা এ সেবা দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ঔষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ২৫ জন রোগীকে বাছাই করা হয়।
এ ক্যাম্পের শুরুতে বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ শ' শিক্ষার্থীর দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়। পরে তাদের প্রয়োজন অনুসারে চোখের চিকিৎসা ও চশমা দেয়া হয়।
চোখের চিকিৎসা পেতে সকাল থেকেই বিল এলাকার দলিত সম্প্রদায়ের বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চক্ষু ক্যাম্পে আসেন। এ মেগা চক্ষু ক্যাম্পে সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দোলা হালদার, মৌসুমী হালদার বলেন, আমাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়েছে। আমাদের চোখে সমস্যা আছে। দূরে দেখতে সমস্যা হয়। তাই ক্লাসের ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে ও বুঝতে সমস্যা হতো। দৃষ্টিশক্তি পরীক্ষান পর হাসপাতাল কর্তৃপক্ষ চশমা ও ঔধুষ দিয়েছে।
শিক্ষার্থী অর্পিতা বিশ্বাস বলেন, আমাদের এক সহপাঠী ৩ বছর আগে চোখের সমস্যার কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমাদের ক্লাসে চোখের সমস্যা নিয়েও অনেকে ক্লাস করছে। চক্ষু হাসপাতাল তাদের চিকিৎসা দেয়ার পর তারা এখন চোখে ভাল দেখছে। তাদের স্কুল ছাড়ার পরিনতি বরণ করতে হবেনা।
কোটালীপাড়ার কালিগঞ্জ গ্রামের দলিত সম্প্রদায়ের সুবল কৃষ্ণ দাস (৭২) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। চক্ষু হাসপাতাল আমাদের চক্ষু রোগের আধুনিক চিকিৎসা দিয়েছে। এতে আমাদের সম্প্রদায়ের ৩ শ' মানুষ উপকৃত হয়েছেন। এভাবে প্রতিটি সরকারি সেবাদানকারী সংস্থা এগিয়ে এলে আমরা আর অনগ্রসর থাকব না।
কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ি গ্রামের দলিত সম্প্রদায়ের কুমদ রঞ্জন (৬৬) বলেন, ছানি অপারেশনের জন্য ২৫ জনকে বাছাই করে তারা বিনামূলে অপারেশন করে দেবে বলে জানিয়েছে। এতে আমাদের সম্প্রদায়ের অন্ত্মত ২৫ জন চোখের আলো ফিরে পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ক্যাম্পের কো-অর্ডিনেটর দীপক সরকার বলেন, প্রত্যন্ত্ম বিলে এ মেগা আই ক্যাম্প করতে আমাদের সবাইকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ক্যাম্প থেকে শিক্ষার্থী ও দলিত সম্প্রদায়ের ১ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছে। এ কারণে দৃষ্টি দিবসের এ ক্যাম্পটি সফল হয়েছে।
সাইটসেভার্সের পিআইও মমিনুল হক বলেন, ছানি অপারেশনের জন্য ২৫ জন দলিত সম্প্রদায়ের রোগীকে বাছাই করা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে। অপারেশনের সব খরচ আমরা ব্যয় করবো।
গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, টাকা খরচ করে যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহন বা অপারেশন করানোর সঙ্গতি নেই, তাদের চক্ষু চিকিৎসা নিশ্চিত করতেই গ্রামে গিয়ে আমরা এ ক্যাম্পের আয়োজন করে যাচ্ছি।