ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০০:০৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল ইসলাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত জয়নাল আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। 

রোববার ভোর চারটার দিকে উপজেলার মুছাই এলাকায় এই ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার এ কে এম কামরুজ্জামান জানান, দুইদিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ভোরে উপজেলার মুছাই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দল র‌্যাবের ওপর হামলা চালায়। পরে র‌্যাব গুলি চালালে ডাকাত দলের সদস্য জয়নাল ইসলাম নিহত হন এবং অন্যরা পালিয়ে যান। এ সময় র‌্যাবেরও দুই সদস্য আহত হন। 

তিনি জানান, নিহত জয়নালের বাড়ি জেলার বড়লেখা উপজেলায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×