ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবা কারাগারে

মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবা কারাগারে

আব্দুল হাকিম

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৪:২৮ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৪:২৮

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজের ১০ বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল হাকিম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

 শনিবার সন্ধ্যায় দিনাজপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির শিধলগ্রামের পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হাকিম ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৪ মার্চ দুপুরে বাড়ির বারান্দায় বসে লেখাপড়া করছিল মেয়েটি। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আব্দুল হাকিম মেয়েকে হাস-মুরগি রাখার ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে শিশুর বাবা হাকিম পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে শনিবার সকালে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, শিশুটির নানী শনিবার সকালে মামলা করেছে। আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছি। সন্ধ্যায় তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×