ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিজ গ্রামে শায়িত হলেন আজিজুর রহমান

নিজ গ্রামে শায়িত হলেন আজিজুর রহমান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ০৯:৪০ | আপডেট: ২১ মার্চ ২০২২ | ০৯:৪০

প্রখ্যাত চলচ্চিত্রকার 'ছুটির ঘণ্টা'র নির্মাতা আজিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, কাউন্সিলর আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সফল ব্যক্তিত্ব আজিজুর রহমান সাঁতাহার গ্রামের মৃত রূপচান প্রামাণিকের ছেলে। তিনি এক যুগ ধরে কানাডায় তার দুই সন্তানের সঙ্গে বসবাস করছিলেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ফুসফুসে পানি জমায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টার দিকে তিনি মারা যান।

সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে আসে ২০ মার্চ। এর পর রাজধানীতে দু'দফা জানাজা শেষে সোমবার সকালে হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ গ্রামে নেওয়া হয়।

আরও পড়ুন

×