ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাদারীপুরে হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা

মাদারীপুরে হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা

মস্তফাপুরে শ্যাম চন্দ্র দাসের হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে -সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০১:৩২ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ০২:০১

মাদারীপুরের মস্তফাপুরে শ্যাম চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শ্যাম চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিচার দাবিতে নিহতের স্বজনরা মানববন্ধন করতে এলে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীদের পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। 

নিহত শ্যাম চন্দ্র দাসের মা মিনা দাস বলেন, 'আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। আমাদের মারধর করেছে। আমার ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। পুলিশের এই জুলুম কেন বুঝতে পারছি না।'

তবে মানববন্ধনে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কাউকে কিছু না জানিয়ে হাজার খানেক লোক জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে মানববন্ধন করতে দেওয়া হয়।

আরও পড়ুন

×