ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সাগরদাঁড়িতে মধুমেলা শুরু বুধবার

সাগরদাঁড়িতে মধুমেলা শুরু বুধবার

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০২:৫৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ | ০৩:৫৯

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে বুধবার থেকে মধুমেলা শুরু হচ্ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জম্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রসাশন এই মেলার আয়োজন করেছেন। 

বুধবার বিকেলে মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ির মধুমঞ্চে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও যশোর জেলার সংসদ সদস্যরাসহ দেশ বরেণ্য কবি-সাহিত্যিক। 

মধুমেলা উপলক্ষে কপোতাক্ষ পাড়ে কবির স্মৃতি বিজড়িত বিদায় ঘাট, বুড়ো কাটবাদাম গাছসহ মধুপল্লী মধুভক্ত দর্শকদের হাতছানি দিচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এরইমধ্যে অতিথি বরণে প্রস্তুত হয়েছে সাগরদাঁড়ি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলায় সাগরদাঁড়ির মধুমঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে কবির জীবনী ও সাহিত্যের উপর বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারি, বাউল, পালাগান প্রভৃতির আয়োজন থাকবে। মধুমেলার বিভিন্ন দিনের আলোচনা সভায় উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি, শিল্পী ও সাহিত্যিকরা। 

এবারের মধুমেলায় যাত্রা, সার্কাস, মৃত্যুকূপ, যাদু প্রদর্শনী, ভ্যারাইটি শো, নাগরদোলা, কৃষিমেলা, বিসিকের স্টলসহ কুটির শিল্প ও নানা রকমের গ্রামীণ পণ্যের সমারহ বসছে। মধুমেলাকে ঘিরে এলাকার মানুষের ভেতর উৎসবের আমেজ দেখা দিয়েছে। 

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম জানান, মধুমেলা উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠান মালায় আগত অতিথিদের বরণ করে নিতে সাগরদাঁড়িবাসী প্রস্তুত। এবারের মধুমেলা উপলক্ষে কপোতাক্ষের দু’পাড়ের যশোর ও সাতক্ষীরাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মেলা উপলক্ষে এবারও মেয়ে জামাইসহ আত্মীয়-স্বজন আপ্যায়নে গ্রামের গৃহবধূরা আগেভাগেই শীতের পিঠা তৈরির জন্য চালের গুড়া তৈরিতে ব্যস্ত রয়েছেন।

কেশবপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য সাগরদাঁড়িতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, মেলার সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন করা হয়েছে। মেলায় নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাবসহ প্রায় দুইশত নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। মাঠের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।                                                            

আরও পড়ুন

×