ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গৌরনদীতে বন্দুক-হাতবোমাসহ গ্রেপ্তার ১

গৌরনদীতে বন্দুক-হাতবোমাসহ গ্রেপ্তার ১

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০২:২১ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০২:২১

বরিশালের গৌরনদী উপজেলায় বন্দুক ও হাতবোমাসহ কবির মৃধা (৪৫) নামক এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গৌরনদীর লাখরাজ কসবা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় ১টি একনলা বন্দুক, ৭টি হাতবোমা এবং বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব- ৮ জানিয়েছে, কবির মৃধা বোমা তৈরীর কারিগর। বোমা তৈরী করে সন্ত্রাসীদের কাছে বিক্রি করা তার পেশা। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। কবির মৃধা গৌরনদীর নন্দনকাঠী গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। 

র‌্যাব- ৮ সূত্র জানিয়েছে, গোপন সূত্রে কবির মৃধার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে লাখরাজ কসবা গ্রামে র‌্যাব- ৮ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কথা অনুয়ায়ী একটি একনলা বন্দুক, ৭টি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গৌরনদী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন র‌্যাব- ৮ এর ডিএডি সাইফুল ইসলাম।

আরও পড়ুন

×