ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়ার দাবি শ্রমিকদের

খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়ার দাবি শ্রমিকদের

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৬:৩৯ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৬:৩৯

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে আবার রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছে পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা কাজী রুহুল আমিন লিখিত বক্তব্যে বলেন, সরকার আকস্মিকভাবে ২০২০ সালের ২ জুলাই দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের উৎপাদন বন্ধ ও শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করে। তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ২ মাসের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ এবং ৩ মাসের মধ্যে কারখানার উৎপাদন চালু করা হবে। কিন্তু এখনও পর্যন্ত ১০ সহস্রাধিক শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করা হয়নি। বন্ধ মিলও চালু করা হয়নি। এমনকি চালুর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোপূর্বে রাষ্ট্রায়ত্ত খাত থেকে ব্যক্তি মালিকানায় হস্তান্তরিত ৩৯টি পাটকলের মধ্যে ২৮টি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। যার পুরানো যন্ত্রপাতি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র শতাধিক মিল চালু করা হয়েছে। কিন্তু এ সব মিল মালিকদের অদক্ষতার কারণে নিম্নমানের পণ্য তৈরি হচ্ছে। বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে যে, দেশের প্রতিষ্ঠিত শিল্পপতিরাও পুরানো যন্ত্রপাতি দিয়ে মিল চালাতে পারেনি। সে কারণে নতুন করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ব্যক্তি মালিকানায় লিজ দিয়ে চালানোর সিদ্ধান্ত অত্যন্ত ভুল।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী বলেন, শিগগিরই তারা ঢাকায় জাতীয় কনভেনশন করবেন। কনভেনশন থেকে দাবিনামা চূড়ান্ত করে সরকারের নিকট পেশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ মল্লিক, এস এম জাকির হোসেন, খলিলুর রহমান, সোহরাব হোসেন, মো. আলাউদ্দিন, দ্বীন ইসলাম মৃধা, শাহানা পারভীন, মুরাদ হোসেন, শ্রমিক নেতা খালিদ হোসেন, এইচ এম শাহাদাত, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ। 

আরও পড়ুন

×