ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ফরিদপুরের আকলিমা হত্যার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুরের আকলিমা হত্যার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর অফিস

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ১১:৪৬

ফরিদপুরের চাঞ্চল্যকর আকলিমা হত্যার প্রধান আসামি আনিস শেখ ওরফে মো. আনিছুর রহমানকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদে মঙ্গলবার সকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে ফরিদপুর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে সন্ধায় সংবাদ সম্মলেন ওই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানায় র‌্যাব। সংবাদ সম্মলেনে মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রায়ের ডাঙ্গী নান্নু চেয়ারম্যানের লেক সংলগ্ন সিএ্যন্ডবি ঘাট থেকে আকলিমা বেগম ওরফে সোনীয়া (৩০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

তিনি জানান, এক পর্যায়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প এই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে ও অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যার ঘটনার সাথে জড়িত রাজবাড়ী জেলার কালুখালি থানার পশ্চিম রতনদিয়া তাইজুল দেওয়ানের ছেলে  হত্যাকাণ্ডে জড়িত  মাক্রোবাস ড্রাইভার রাসেল দেওয়ানকে গ্রেফতার করে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারের পর ২৬ সেপ্টেম্বর রাসেল আদালতে আকলিমা হত্যাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে মঙ্গলবার ফরিদপুর নিউমার্কেট এলাকা থেকে আনিস শেখকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় আসামি আনিসের কাছ থেকে একটা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×