ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শতবর্ষী খাল ভরাট করে গেলেন কারাগারে

শতবর্ষী খাল ভরাট করে গেলেন কারাগারে

বাঁশখালীর শীলকূপ খাল এলাকায় অভিযান চালানো হয়- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ১০:৫৫ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ১০:৫৫

চট্টগ্রামে শতবর্ষী খাল ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী উপজেলার শীলকূপ খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ফয়েজ উল্যাহর বাড়ি উপজেলার দক্ষিণ জলদীতে। তার বিরুদ্ধে খাল ভরাট করে স্থাপনা তৈরি ও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়রা জানান, বাঁশখালীর মোহাব্বত আলী পাড়ার পূর্ব পাশে রয়েছে শতবর্ষী শীলকূপ খাল। বর্ষায় পূর্ব মনকিরচর ও মোহাব্বত আলী পাড়ার পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম এই খাল। কিছুদিন ধরে খালটির একাংশ ভরাট করে ভবন নির্মাণ শুরু করে ফয়েজ। পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা তাকে নিষেধ করলেও তিনি তাদের উল্টো হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খাল ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। দেখি ওই ব্যক্তি খালের প্রায় পুরোটা অংশ ভরাট করে ভবন নির্মাণ করছেন। অভিযোগের প্রমাণ পাওয়ায় ফয়েজকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, খাল ভরাট না করার জন্য বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও ফয়েজ খাল ভরাট করেছেন। যা সরকারি আদেশ সরাসরি অমান্য করা। এ কারণে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×