ফুলবাড়ীতে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০ | ০১:৪১
দিনাজপুরের ফুলবাড়ীতে বাদশা মিয়া (৪৪) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলার সাহাপুর নন্দীগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বাদশা মিয়া বেতদীঘি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রাতে যে কোনো সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরী বাদশাকে জবাই করে হত্যা করে। পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
- বিষয় :
- দিনাজপুর
- কুপিয়ে হত্যা
- নৈশপ্রহরী