জায়নামাজ-পাঞ্জাবি, পাশে চিরকুটে লেখা ‘ধ্বংস হয়ে যাবে শফিকুল’

উদ্ধার হওয়া জায়নামাজ
ময়মনসিংহ প্রতিনিধি:
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ০৪:৪০ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ০৫:০৬
বাড়ির পাশে জঙ্গলে জায়নামাজে পাঞ্জাবি, টুপি রাখা। তার পাশে অনেকগুলো চিরকুট। তাতে লেখা ‘ধ্বংস হয়ে যাবে শফিকুল’। এছাড়াও আরও কিছু কথা লেখা।
গত রোববার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়াপাড়া গ্রাম থেকে এসব উদ্ধার হয়। এ নিয়ে এালাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকে বিষয়টিকে অলৌকিক মনে করছেন।
একই গ্রামের মিরাস উদ্দিনের এক ছেলের নাম শফিকুল ইসলাম ছেলে।
স্থানীয়রা জানান, মিরাস উদ্দিন বেতের কাজ করেন। তার ছেলে শফিকুল পেশায় রিকশা চালক। গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে তার বাড়ির কাছে একটি জায়নামাজ ও তাতে পাঞ্জাবি টুপি দেখতে পান স্থানীয় কয়েক যুবক। পাশে ছিল অনেকগুলো চিরকুট। কয়েকটি চিরকুটে লেখা ছিলো মিরাস, শফিক, স্ত্রী এবং সন্তানসহ ধ্বংস হয়ে যাবে। তাদের ঘরে গুপ্তধন রয়েছে এমন ইঙ্গিত করা হয় চিরকুটে। এই খবর চারপাশে ছড়িয়ে পড়লে রাতেই মানুষ ভিড় করেন সেখানে। কিন্তু জায়নামাজ, পাঞ্জাবি ও টুপির দাবিদার কাউকে পাওয়া যায়নি।
শফিকুল ইসলাম বলেন, 'আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। চিরকুটে লেখা রয়েছে আমি ধ্বংস হয়ে যাব। এসব দেখার পর থেকে ভয়ের মধ্যে আছি।’
মিরাস উদ্দিন বলেন, 'আল্লায় যদি খারাপ কিছু লেইখ্যা থাহে তাইলে ফিরানির বাউ নাই।’
শফিকুলের প্রতিবেশি মোফাক্কারুল ইসলাম সোহেল বলেন, মানুষ বিষয়টিকে অলৌকিক ভাবছে। কিন্তু বিষয়টি অলৌকিক হতে পারে না। এটি নিয়ে গ্রামে আলোড়ন সৃষ্টি হয়েছে। তার ধারণা পরিবারটিকে ভয় দেখানো ও গ্রামে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এমন করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, অলৌকিকভাবে এমন কিছু হওয়ার কোনো সুযোগ নেই। কেউ হয়তো এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।