সাবেক এমপি হাবিবের সাজা দায়রা জজ আদালতে বহাল

হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ১০:২১
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন জেলা ও দায়রা জজ আদালত। আপিল খারিজ করে বৃহস্পতিবার এই আদেশ দেন জ্যেষ্ঠ বিচারক শেখ মফিজুর রহমান।
এতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়। একই সঙ্গে আরেক আসামি কলারোয়ার রায়পুর গ্রামের ইয়াছিন আলীর ক্রিমিনাল আপিল মামলাও নামঞ্জুর করা হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, হাবিব সে সময় তালা-কলারোয়া আসনের এমপি ছিলেন। একজন সংসদ সদস্য হয়ে তিনি কীভাবে তৎকালীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের ওপর আগ্নেয়াস্ত্রসহ হামলায় নেতৃত্ব দেন। তিনি জেনে বুঝে দেশের প্রচলিত আইনকানুন লঙ্ঘন করেছেন, যা অনভিপ্রেত। তিনি আরও বলেন, হাবিবকে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া দণ্ড দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি ও পেনাল কোডকে পুরোপুরি সমর্থন করে।
২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় দায়ের মামলায় নিম্ন আদালতে রায় হয় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও তালা-কলারোয়া আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাদের মধ্যে হাবিব ও ইয়াছিন বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ক্রিমিনাল আপিল করেন। শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হয়।