এমপিওভুক্ত শিক্ষক বাড়ি ভাড়া পান এক হাজার টাকা!

ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ১০:৩৯ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ১০:৩৯
সরকারি শিক্ষকদের সঙ্গে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ-সুবিধার অনেক পার্থক্য। শুধু মূল বেতন সমান, অন্য সব সুবিধা আলাদা। এর মধ্যে সরকারি শিক্ষক বাড়ি ভাড়া পান মূল বেতনের ৪৫ শতাংশ, আর এমপিওভুক্ত শিক্ষকরা পান মাত্র এক হাজার টাকা।
শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন কলেজ শিক্ষক পরিষদ সিলেটের সভাপতি জ্যোতিষ মজুমদার। দেশের হাজার হাজার শিক্ষকও এতে হতাশ বলে জানান তিনি।
সিলেট জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আনাম চৌধুরী, সহসভাপতি এমএ মতিন, কামরুজ্জামান চৌধুরী, সুমন কুমার চন্দ ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া। তারা শতভাগ উৎসব ভাতা, বদলি ও পদোন্নতিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
লিখিত বক্তব্যে জ্যোতিষ মজুমদার উল্লেখ করেন, সরকারি শিক্ষকদের সঙ্গে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য কমাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হচ্ছে। ২০০৩ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ২৫ ভাগ হারে এখনও উৎসব ভাতা দেওয়া হচ্ছে। ১৯ বছরেও শতভাগ উৎসব ভাতা করা হয়নি, এখনও মাত্র এক হাজার টাকা বাসা ভাড়া পান শিক্ষকরা।
এ সময় বলা হয়, দেশে মাধ্যমিক ও উচ্চপর্যায়ের মাত্র দুই ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি। বাকি ৯৮ ভাগ প্রতিষ্ঠান বেসরকারি। সরকারি শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের মূল বেতনের পাশাপাশি ৪৫-৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, শতভাগ হারে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বদলিসহ নানা সুবিধা পেয়ে থাকেন। অথচ ৯৮ ভাগ শিক্ষার ভার যাদের ওপর সেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২৫ শতাংশ উৎসব ভাতা পান।
জ্যোতিষ মজুমদার জানান, সরকারি কলেজে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পদোন্নতি থাকলেও এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা সারাজীবনে একটি মাত্র পদোন্নতি পান। তাও আবার সবার জুটছে না। এমনকি উচ্চ মাধ্যমিক কলেজে সহকারী অধ্যাপক পদ বাতিল করে জ্যেষ্ঠ প্রভাষক পদ সৃষ্টি করা হয়েছে। বদলি না থাকায় একজন এমপিওভুক্ত শিক্ষকের আজীবন একই প্রতিষ্ঠানে চাকরি করা ছাড়া উপায় থাকে না।
- বিষয় :
- সরকারি শিক্ষক
- এমপিওভুক্ত শিক্ষক
- বাড়ি ভাড়া
- সিলেট