ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী, যুবক গ্রেপ্তার

অভিযুক্ত মামুন হোসেন
পাবনা অফিস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ১০:৫৮ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ১০:৫৮
পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মামুন হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা শুক্রবার দুপুরে ভাঙ্গুড়া থানায় ধর্ষণের মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখানো মামুন হোসেন পাশের ফরিদপুর উপজেলার বিলবকরি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রায় ৯ মাস আগে ওই স্কুলছাত্রীর সঙ্গে মামুনের পরিচয় হয়। পরে একদিন ওই ছাত্রীর বাড়িতে বেড়াতে যায় মামুন। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে মামুন একাধিকবার শিশুটিকে ধর্ষণ করে। এর মধ্যে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে স্বজনরা ভাঙ্গুড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে মামুন ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে মামুন ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
ভাঙ্গুড়া খানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ছাত্রীর বাবার করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি মামুনকে পাবনা আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।