ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সন্দ্বীপে ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সন্দ্বীপে ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ১২:০৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ১২:৪৪

পবিত্র রমজান উপলক্ষে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়ার উদ্যোগে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দূঃস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বুধবার সন্দ্বীপের আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন ভবন, মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সন্দ্বীপ কমপ্লেক্সর মুক্তিযোদ্ধা ভবন, রহমতপুর ইউনিয়নের দলই বাড়িতে, আমানুল্লাহ ভোট অফিস, সন্তুষপুর ইউনিয়ন ও গাছুয়া ইউনিয়নের বিনই মাঝির বাড়ির প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় ৬ হাজারে অধিক পরিবারকে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এবং ৪ হাজার মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

আব্দুল কাদের মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে তারই নির্দেশে প্রায় বিশ বছর ধরে নিজের সাধ্যমত সন্দ্বীপের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে সন্দ্বীপের মানুষের পাশে থাকতে পেরে নিজেও সৌভাগ্যবান মনে করেন বলে জানান তিনি। তাই বিগত বছর গুলোর মতন আগামী বছর গুলোতেও তার এমন আয়োজন চলমান থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সমগ্র সন্দ্বীপ উপজেলায় এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান, বাউরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন লিটন সহ সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×