এমসি কলেজের মাঠ রক্ষায় শিক্ষার্থীদের আন্দোলন

ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০৪:৫০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০৪:৫০
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মাঠ রক্ষায় মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মাঠের সীমানার ভেতর নালার কার্যক্রম শুরু করায় তারা আন্দোলনে নামেন। এর আগেও একাধিবার মাঠ দখলমুক্ত রাখতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শনিবার দুপুরে মাঠের পাশে মানববন্ধনকালে শিক্ষার্থী অভিযোগ করেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য এমনিতেই মাঠের জায়গা থেকে রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাতে এখন আবার মাঠের সীমানার ভেতরে নালা বা ড্রেন করার নামে ১০ ফুট প্রস্থ ও ৫৯৪ ফুট দৈর্ঘ্য খাল খনন হচ্ছে। তা বন্ধ না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
এদিকে মানববন্ধন চলাকালে হঠাৎ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি গাড়ির গতি থামাতেই শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। গাড়ি আটকিয়ে মেয়রের কাছে ড্রেনের কাজ বন্ধ করা দাবি জানান। পরে মেয়র আরিফ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি কলেজ মাঠ দখলমুক্ত করতে প্রতিশ্রুতি দেন ও আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনকালে বক্তব্য দেন, শিক্ষার্থী সাদিকুর রহমান, আহমেদ শিহাব খান, রুকন আহমদ, তাহিন আহমদ, ইমরান আহমেদ, সায়েম, শাব্বির শুভ, সৌরভ কর, আপন,পল্লবী দাস মৌ, রিয়াদ, মিরাজ ও জহিরুল প্রমুখ।