ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন দিনমজুর

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন দিনমজুর

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ০০:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ০০:১৮

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল হাকিম (৪২) নামের এক দিনমজুর প্রাণ হারিয়েছেন। সোমবার সকাল পৌনে দশটায় জামতৈল স্টেশনে এ ঘটনা ঘটে।

হাকিমের বাড়ি উপজেলার জয়েন বরধুল গ্রামে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ষ্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, ঢাকা-রাজশাহীগামী ধুমকেতু ট্রেন স্টেশনে আসলে হঠাৎ নিচে ঝাঁপ দেন হাকিম।

জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান, আত্বহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×