ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'বিয়ের চাপ দেয়ার কারণেই রাজশাহীর আবাসিক হোটেলে নারীকে হত্যা'

'বিয়ের চাপ দেয়ার কারণেই রাজশাহীর আবাসিক হোটেলে নারীকে হত্যা'

 রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০৩:৫৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:৩৫

বিয়ের জন্য চাপ দেয়ার কারণেই রাজশাহীর আবাসিক হোটেলে নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ তথ্য জানান। এর আগে রোববার রাত ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুরের ড্রিম হেভেন নামের একটি হোটেলের ৪০৩ নম্বর কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

নিহত ওই নারীর নাম জয়নব বেগম (৪০) । তিনি নাটোরের আটঘড়িয়া গ্রামের মৃত. তছির প্রামানিকের মেয়ে।  এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরের আগদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে মিঠুন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, নিহত জয়নবের সঙ্গে মিঠুন আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। ইটভাটায় কাজ করার সময় তিনমাস আগে তাদের প্রেমের সম্পর্ক হয়। দুই সপ্তাহ ধরে মিঠুনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন জয়নবকে। কিন্তু মিঠুনের আলাদা সংসার থাকায় তিনি জয়নবকে  বিয়ে করতে চায়নি। গত রেবাবার সকালে জয়নবকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিয়ের কথা বলে রাজশাহীর লক্ষীপুরের হোটেল ড্রিম হ্যাভেনে নিয়ে আসেন মিঠুন। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নিজেদের ভিন্ন নাম, ঠিকানা দিয়ে তারা হোটেলের ৪০৩ নম্বর কক্ষে উঠেন। দুপুরে জয়নবকে বালিশচাপা দিয়ে হত্যা করেন মিঠুন। পরে তার কাছে থাকা ৩৯ হাজার টাকা নিয়ে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান মিঠুন।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, পুলিশ জয়নবকে শনাক্ত করে তার আঙ্গুলের ছাপ থেকে। আর সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্ত মিঠুনকে শনাক্ত করা হয়। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাটোর থেকে মিঠুনকে গ্রেপ্তার করে। পরে মিঠুন এই হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন।


আরও পড়ুন

×