ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুটের অজগর অবমুক্ত

কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুটের অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:২৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:২৭

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো ১৫ ফুট দৈর্ঘ্যের বিশাল একটি অজগর সাপ। মঙ্গলবার কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে বনবিভাগের সদস্যরা সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
   
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ৮টার দিকে সাপটি কর্ণফুলী নদী থেকে কার্গো ট্রলি এলাকার বসতঘরে খাবার খাওয়ার সন্ধানে প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে তাদের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে।

রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশে উদ্ধার করা অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় সাংবাদিক ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা অজগর সাপটির ওজন আনুমানিক ২০ থেকে ২২ কেজি হবে বলে বন বিভাগ জানায়।  আরে আগেও বন বিভাগ বেশ কয়েকটি অজগর সাপসহ উদ্ধার করা বিভিন্ন বণ্যপ্রাণী কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

আরও পড়ুন

×