ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ময়মনসিংহে সড়কে পিষ্ট হলেন মা-মেয়ে

ময়মনসিংহে সড়কে পিষ্ট হলেন মা-মেয়ে

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০৯:১৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০৯:১৪

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক পারাপার হতে গিয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, উপজেলার তারাকান্দা ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের মো. আবদুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার (৩৫) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩) বাড়ির পাশে তারাকান্দা-হালুয়াঘাট সড়ক পার হয়ে অপরপাশে যাচ্ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপার হতে দিয়ে অজ্ঞাত একটি যানবাহন মা-মেয়েকে পিষে দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওই সময় উত্তেজিত জনতা সড়ক আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, অজ্ঞাত গাড়ি মা-মেয়েকে চাপা দিয়েছে। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×