ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ০৪:৩১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ০৪:৩১

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেংগুইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাপ্পি ওরফে কনক(১৯) ও  আল আমিন (১৭)। বাপ্পী ওরফে কনক সিংড়া উপজেলার কৃষ্ণপুর নওদাপাড়ার জনাব আলীর ছেলে এবং আল আমিন একই এলাকার জিন্নাহ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , বেলা সাড়ে ১১ টায় নাটোর-বগুড়া মহাসড়কের নেংগুইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন বামিহাল টু নাটোরগামী মুক্ত বলাকা পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাপ্পি ওরফে কনক ও আল আমিন গুরুতর আহত হয়। আহতদের  উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পি ওরফে কনককে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতালে নেওয়ার পথে সে মারা যায়।

 হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক জামিল জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×