মেঘ দেখলেই আঁতকে ওঠেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

ছবি: সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ২১:৩০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ২১:৩০
আকাশে মেঘ দেখলেই আঁতকে ওঠেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। কেননা, তাদের ঘরগুলো জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ভেসে যায় ঘর।
এলাকাবাসী জানান, নেত্রকোনার আটপাড়া সদর ইউনিয়নের ছয়াশী গ্রামে ২০০০ সালের ২৫ মে ভূমিহীন ১০০ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউস নির্মাণ করা হয়। ওই ব্যারাকে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ভূমিহীন মানুষকে জায়গা করে দেওয়া হয়। এখন ব্যারাক হাউসের ঘরগুলো বসবাসের অনুপযোগী হওয়ায় কিছু পরিবার অন্যত্র চলে গেছে। যারা রয়ে গেছে এবং বসবাস করছে, তাদের ঘরগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তাদের পরিবারের লোকজন বিভিন্ন সমস্যার কারণে অন্য স্থানে যাওয়ার উপায় না পেয়ে ছাউনির ওপর প্লাস্টিকের কাগজ দিয়ে মানবেতর জীবনযাপন করছে। বৃষ্টি হলে ঘরে পানি ঢুকবে ও দমকা বাতাসে ঘর উড়ে যাবে- এ আশঙ্কায় দিন কাটে তাদের।
জানা গেছে, সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের কয়েক বাসিন্দার রোপিত ছোট-বড় প্রায় ৬৩টি গাছ উপজেলা প্রশাসন কেটে নিয়েছে। এ ব্যাপারে গাছ রোপণকারীরা ভয়ে কথা বলতে চান না- যদি তাদের আশ্রয়ণ প্রকল্প থেকে বের করে দেওয়া হয়।
সরেজমিন ছয়াশী আশ্রয়ণ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ব্যারাক হাউসের ঘরগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ার পরও শিশুসহ বয়স্ক নারী-পুরুষ বসবাস করছে। এ ছাড়া ঘরগুলোর সঙ্গে থাকা টয়লেটগুলোও দীর্ঘদিনের পুরোনো ও সংস্কার না হওয়ায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় ব্যারাকে থাকা পরিবারের সদস্যরা যত্রতত্র মলত্যাগ করছে।
আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ইসলাম উদ্দিন বলেন, তারা খুব কষ্টের মধ্যে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন। তাদের ঘরগুলো মেরামত করা দরকার। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। প্রধানমন্ত্রী সারাদেশে দরিদ্র ভূমিহীন মানুষের মাঝে জায়গাসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। অথচ দীর্ঘদিনের পুরোনো ছয়াশী আশ্রয়ণ প্রকল্পটি সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পুরোনো ঘরগুলো মেরামত করে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এলাকাবাসী হুমায়ুন কবীর লিটন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ঘরগুলো দ্রুত মেরামত করে দেওয়া প্রয়োজন।
বানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু জানান, আশ্রয়ণ প্রকল্পটিতে ১০০ পরিবারের জন্য ব্যারাক হাউস নির্মাণ করা হয় ২২ বছর আগে। সংস্কারের অভাবে এসব ঘরে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।
আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. খায়রুল ইসলাম জানান, পুরোনো আশ্রয়ণ প্রকল্পগুলো সংস্কারের অভাবে বসবাসকারী দরিদ্র পরিবারের বাসিন্দাদের কষ্ট করতে হচ্ছে। এ ঘরগুলো সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
আটপাড়ার ইউএনও মাহফুজা সুলতানা জানান, ছয়াশী আশ্রয়ণ প্রকল্পসহ অন্যান্য আশ্রয়ণ প্রকল্পগুলো পুরোনো হওয়ায় তা সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ণ প্রকল্পগুলো সংস্কার করা হবে।
- বিষয় :
- আশ্রয়ণ প্রকল্প
- মেঘ
- নেত্রকোনা