লক্ষ্মীপুরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২ | ২২:২০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ | ২২:২০
লক্ষ্মীপুর খেলতে গিয়ে নিখোঁজের এক দিন পর শিশু জিহাদ হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলা শাকচর গ্রামের কাচারিবাড়ি এলাকার বাউন্ডারি দেওয়া একটি জমি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। জিহাদ একই এলাকার রিকশাচালক জিয়া উদ্দিনের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ।
পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে জিহাদ বাড়ির বাইরে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এরই একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাউন্ডারি দেওয়া একটি জায়গায় জিহাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
- বিষয় :
- মৃতদেহ উদ্ধার
- নিখোঁজ