ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফেনী পৌর যুবদল সভাপতি গ্রেপ্তার

ফেনী পৌর যুবদল সভাপতি গ্রেপ্তার

ফেনী পৌর যুবদল সভাপতি জাহিদ হোসেন বাবলু

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৬:২০ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৬:২০

ফেনী পৌর যুবদল সভাপতি জাহিদ হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে তাকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে সাদা পোশাকের পুলিশ ও র্যা বের দুইটি দল বাবলুদের বাসা ঘেরাও করে তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবলুর পরিবার ফেসবুকে গ্রেপ্তার সংবাদ প্রচার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, বাবলুর বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘ দিন থেকে তাকে পুলিশ খুঁজছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খোন্দকার বলেন, জাহিদ হোসেন বাবলুর বিরুদ্ধে সরকার প্রায় ২৬টি মিথ্যা মামলা দিয়েছে। সব মামলায় সে জামিনে রয়েছে। আন্দোলন দমনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন

×