সাবেক পৌর মেয়রের মেয়ের বিয়েতে অতিথি ১৫ হাজার

ছবি: সমকাল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৮:৩৬ | আপডেট: ০৭ মে ২০২২ | ০৮:৩৬
বাঘা পৌরসভার কলিগ্রামে শনিবার সাবেক পৌরসভা মেয়রের বাড়ির সামনে তৈরি করা হয় ১২টি প্যান্ডেল। সেখানে ১৫ হাজার অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়। মেন্যুতে ছিল বিরিয়ানি, পায়েস, কোমল পানীয়। উপহার ছাড়াই আসতে বলা হয় আমন্ত্রিত অতিথিদের। মেয়ের বিয়ে বলে কথা!
পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর ছোট মেয়ে সিফাত নুসরাত বৈশাখীর সঙ্গে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মহনপুর গ্রামের কাজী মিজানুর রহমানের একমাত্র ছেলে কাজী আবু জাফরের বিয়ে উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়রের স্বজন, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টার পর থেকে অনুষ্ঠানে আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা।
আপ্যায়নের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা বলেন, লোক সমাগম বেশি হলেও দাওয়াতি লোকজনের আপ্যায়ন করতে কমতি রাখা হয়নি।
নিমন্ত্রণে আসা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আজিজ বলেন, আক্কাস আলী ইউনিয়নের চেয়ারম্যানসহ সবাইকে দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে এসে অনেক মানুষের সঙ্গে দেখাও হলো। এতে ভালো লেগেছে।
সাবেক মেয়রের ভাগ্নে উপজেলার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম বলেন, বেশি লোকের সমাগম হওয়ায় পরিবেশনায় কিছুটা হিমশিম খেতে হয়েছে। এরপরও অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করা গেছে।
সাবেক মেয়র আক্কাস আলী বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল ছোট মেয়ের বিয়ের আয়োজনটা বড় করে করার। সে ইচ্ছে থেকেই এ আয়োজন। যারা দাওয়াতে সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। অনুষ্ঠানে ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে মেয়ের জন্য দোয়া করবেন।
- বিষয় :
- বাঘা
- বাঘা পৌরসভা
- সাবেক মেয়র
- মেয়ের বিয়ে
- বিয়ের অতিথি