ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাস খাদে পড়ে প্রাণ গেল নারীর

বাস খাদে পড়ে প্রাণ গেল নারীর

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২২ | ০০:৫২ | আপডেট: ০৮ মে ২০২২ | ০০:৫২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দেউন্দি রাস্থার মোড় এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন।

নিহত সেলিনা আক্তার মায়া শরীয়তপুর জেলার নদিয়া উপজেলার খোড়া গাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি সিলেটের শাহজালাল মাজারে যাচ্ছিলো। পথে মহাসড়কের দেউন্দি রাস্থার মোড় এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী সেলিনা আক্তার মায়া নিহত হন এবং অন্যান্যে বাসযাত্রীরা আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। 

আরও পড়ুন

×