ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিহত তারেক রহমান

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২ | ০৪:৩১ | আপডেট: ০৯ মে ২০২২ | ০৪:৩১

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় তারেক রহমান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই থানার আজুগড়া বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত তারেক সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক আজুগাড়া ভেটেরিনারি কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে পড়েন তারেক। গুরুতর অহত অবস্থায় তারেককে উদ্ধার করে স্থানীয় লোকজন এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনায়েতপুর থানার ডিউটি অফিসার মোছা. বিপ্লবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর অবস্থায় তারেককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তারেকের মরদেহ এনায়েতপুর থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন

×