ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিহত তারেক রহমান
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২২ | ০৪:৩১ | আপডেট: ০৯ মে ২০২২ | ০৪:৩১
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় তারেক রহমান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই থানার আজুগড়া বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত তারেক সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এনায়েতপুর থানার ডিউটি অফিসার মোছা. বিপ্লবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর অবস্থায় তারেককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তারেকের মরদেহ এনায়েতপুর থানায় রাখা হয়েছে।