টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার যুবক

উদ্ধার গাঁজা। ছবি: র্যাবের সৌজন্যে
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২২ | ০১:৩২ | আপডেট: ১১ মে ২০২২ | ০১:৩২
গাজীপুরের টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১ সদস্যরা। মঙ্গলবার চেরাগআলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। রুবেল কুমিল্লার দেবিদ্বার থানার বড়বালাশঘর এলাকার মনু মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, র্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলা হইতে বিশেষ কৌশলে একটি পিকআপযোগে গাঁজার বড় চালান গাজীপুরের দিকে আসছে- এ খবরের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে পিকআপসহ রুবেলকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ছাড়াও একটি মোবাইল ফোন, ও নগদ ২০০০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে পিকআপযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে স্বীকার করে।
- বিষয় :
- গাজীপুর
- টঙ্গী
- গাঁজা
- গাঁজাসহ আটক
- গাঁজাসহ গ্রেপ্তার