ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে রায়হান হত‍্যা: প্রথম সাক্ষ্য দিলেন স্ত্রী

সিলেটে রায়হান হত‍্যা: প্রথম সাক্ষ্য দিলেন স্ত্রী

রায়হান আহমদ: ফাইল ছবি

সিলেট ব‍্যুরো

প্রকাশ: ১১ মে ২০২২ | ০২:৫৮ | আপডেট: ১১ মে ২০২২ | ০২:৫৮

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরে মহানগর দায়রা জজ মো. আবদুর রহিমের আদালতে মামলার বাদী ও রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী প্রথম সাক্ষ্য প্রদান করেন। মামলায় ৬৯ জন সাক্ষী রয়েছেন। বৃহস্পতিবার রায়হানের মা সালমা বেগমসহ দুজন সাক্ষ্য প্রদানের কথা রয়েছে।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমেদ চৌধুরী জানান, আগামীকাল আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করবেন। জেরা শেষ হওয়ার পর আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত।

এদিকে আসামিপক্ষের আইনজীবী রায়হান হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন প্রসঙ্গে পিপি নওশাদ চৌধুরী বলেন, আসামিপক্ষ মহামান্য হাইকোর্ট থেকে কোনো অর্ডার পাননি। কোনো দিকনির্দেশনাও নেই। ফলে সাক্ষ্যগ্রহণ বন্ধ রাখা হয়নি।

আরও পড়ুন

×