ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে মেয়েদের বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ

ফরিদপুরে মেয়েদের বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ মে ২০২২ | ০৯:৪৪ | আপডেট: ১১ মে ২০২২ | ০৯:৪৪

ফরিদপুরের নারী উন্নয়ন সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’ ফরিদপুর সদরের বান্ধবপল্লী, রবিদাসপল্লীর নারীসহ একদল সাধারণ নারীকে ‘কিং কারাতে বাংলাদেশ’ এর মাধ্যমে কারাতে প্রশিক্ষণ প্রদান করছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অর্থায়নে এলইজিডি প্রজেক্টের মাধ্যমে সেখানে প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় কারাতে প্রশিক্ষক জহিরুল ইসলাম আলী।

বুধবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামের অডিটরিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। ওই আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাস্ট ফরিদপুর ইউনিটের স্টাফ আইনজীবী অর্চনা দাস, উন্নয়ন সংস্থা বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির ও ‘নন্দিতা সুরক্ষা’র উপদেষ্টা হাসানউজ্জামান।

নন্দিতা সুরক্ষার সভাপতি ও এলইজিডি প্রকল্পের সমন্বয়কারী তাহিয়াতুল জান্নাত রেমির সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন  নন্দিতা সুরক্ষা’র এলইজিডি প্রকল্পর সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসীসহ প্রশিক্ষণার্থীরা।

২০১৯ সালে নন্দিতা সুরক্ষা ফরিদপুরে মেয়েদের জন্য প্রথম আত্মরক্ষার কৌশল আয়ত্ত করার ওয়ার্কশপ চালু করে নন্দিতা সুরক্ষা। নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি জানান, করোনাকালে কার্যক্রমটি চলমান রাখা সম্ভব হয়নি। তবে চেষ্টা করব প্রতিটি নারী যেন কোনো অনাকাঙ্ক্ষিত আক্রমণে নিজেকে বাঁচাতে অন্তত চেষ্টা করার সাহস পায়, এজন্য কোর্সটি চালু রাখতে।

আরও পড়ুন

×