কোমলপানীয় খাওয়া নিয়ে ঝগড়া: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২২ | ০৮:৫৩ | আপডেট: ১২ মে ২০২২ | ০৮:৫৩
কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে স্বামীর ছুরিকাঘাতে মেরিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মেরিনা কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
থানার ওসি বোরহান উদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।