ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ২১ মে ২০২২ | ২৩:৫৮ | আপডেট: ২১ মে ২০২২ | ২৩:৫৮
ফেনী শহরের একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে শহরের আলীম উদ্দিন সড়কের নয়ন তারা টাওয়ারে এ দুর্ঘটনায় ওই ভবনের নৈশ প্রহরী আনিসুর রহমান (৬০) আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহত আনিসুর রহমা বাগেরহাটের মোড়লগঞ্জের মৃত লতিফ মুিন্সর ছেলে।
ফেনী দমকল বাহিনী জানায়, রাত ১১টার দিকে আনিসুর রহমান রান্না করার জন্য নিচ তলায় অবস্থিত তার কক্ষে গ্যাসের চুলা জ্বলাতে আগুন ধরায়। সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধ হয় আনিসুর রহমান। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।
ফেনী দমকল বাহিনীর পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, নয়ন তারা ভবনের গ্যাস সিলিন্ডারগুলো নৈশ প্রহরীর ঘরে অবস্থিত। সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে ছিল। এ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফেনী থানার ওসি নিজাম উদ্দিন আনিসুর রহমাননের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।