ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিয়ে নিয়ে ঝগড়া: প্রাণ গেল ছেলের বাবার

বিয়ে নিয়ে ঝগড়া: প্রাণ গেল ছেলের বাবার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২ | ১২:৫১ | আপডেট: ২২ মে ২০২২ | ১২:৫১

ছেলে-মেয়ের প্রেম ও বিয়ে নিয়ে দু'পক্ষের ঝগড়া। এতে ছুরিকাঘাতে প্রাণ গেছে ছেলের বাবার। রোববার রাতে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে।

নগরীর মাসকান্দা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৪০)। রফিকুলের ছেলের সঙ্গে এলাকারই এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের দাবি ওঠে। কিন্তু দু'পক্ষের মতের অমিল তৈরি হয়। এক পক্ষ বিয়েতে রাজি হলেও অন্য পক্ষ রাজি হচ্ছিল না।

এ নিয়ে ঝগড়ার সূত্রপাত। রোববার সন্ধ্যা ৭টার দিকে মাসকান্দা দক্ষিণপাড়া শাহি মসজিদের পাশে মোহাম্মদ বাহাদুরের দোকানের ভেতর মারামারির ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতেব আহত রফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×