ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অস্ত্রোপচারের পর সিংগাইরে প্রসূতির মৃত্যু

অস্ত্রোপচারের পর সিংগাইরে প্রসূতির মৃত্যু

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২ | ২৩:০৭ | আপডেট: ২২ মে ২০২২ | ২৩:০৭

মানিকগঞ্জের সিংগাইরে অস্ত্রোপচারে সন্তান প্রসবের পর এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে সিংগাইর শহরের ভাষাশহীদ রফিক সড়কে অবস্থিত বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটে এ ঘটনা।

সাবিনা আক্তার (২০) নামের ওই প্রসূতি উপজেলার সায়েস্তা ইউনিয়নের টাকিমারা গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী। তার স্বজনরা জানান, প্রসব ব্যথা উঠলে শনিবার রাত ১১টার দিকে সাবিনাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসব না হওয়ায় রোববার রাত ৩টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েসন্তানের জন্ম দেন সাবিনা। এতে নেতৃত্ব দেন গাইনি চিকিৎসক ইমা বিনতে ইউনুছ।

অস্ত্রোপচারের পরই সাবিনার অবস্থা খারাপ হতে থাকে। তার শাশুড়ি মনোয়ারা বেগমের অভিযোগ, 'চিকিৎসকের ভুলের কারণে অধিক রক্তক্ষরণে অপারেশন থিয়েটারেই সাবিনার মৃত্যু হয়। বিষয়টি জানতে পেরে আমরা দেখতে চাইলেও নার্সরা সাবিনাকে দেখতে দেয়নি।' এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের কর্মীরা তাঁদের মারতে আসে বলেও জানান। পরে সকাল ১১টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। সেখানে জানানো হয়, সাবিনা অনেক আগেই মারা গেছেন। এ বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করবেন বলেও জানান।

এদিকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম স্বপনের ভাষ্য, 'প্রসূতি সাবিনা একজন মানসিক প্রতিবন্ধী। তিনি শ্বাসকষ্ট ও রক্তশূন্যতায় ভুগছিলেন। আমরা প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেছিলাম।' তা না হওয়ায় স্বজনদের লিখিত অনুমতি নিয়ে রাত ৩টার দিকে সাবিনার অস্ত্রোপচার করা হয়। পরে প্রসূতি অস্বাভাবিক আচরণ শুরু করেন বলেও জানান নজরুল। বলেন, একপর্যায়ে শ্বাসকষ্ট ও অতিরিক্ত রক্তশূন্যতায় তাঁর অবস্থার অবনতি হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, তাঁরা এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×