ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রীকে মারধরের পর স্বামীর ‘আত্মহত্যা’

স্ত্রীকে মারধরের পর স্বামীর ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২২ | ০৫:৩২ | আপডেট: ২৬ মে ২০২২ | ০৮:১৫

নীলফামারীর ডোমার উপজেলায় স্ত্রী আলেয়া বেগমকে মারধর করে তার স্বামী আইজুল ইসলাম (৫১) ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি নির্মাণাধীন ভবন থেকে আইজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে আইজুল তার স্ত্রীকে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে আইজুলের বাড়ির পাশে আবু বক্কর সিদ্দিকের নির্মাণাধীন ভবনের বারান্দার রুয়ার সঙ্গে রশির সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×