ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ৩০ মে ২০২২ | ০৩:২২ | আপডেট: ৩০ মে ২০২২ | ০৩:২২

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন ।  সোমবার ভোর রাত সাড়ে ৪ টায় রাঙ্গামাটি সদর উপজেলার ১ নং জীবতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিজ বাড়িতে বন্যহাতি হামলা করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের নাম তাপসি চাকমা(৬০)। তিনি একই এলাকার গোপাল চন্দ্র চাকমার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীর্ঘদিন ধরে বন্যহাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ও ফসল বিনষ্ট করছে । এতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। জীবতলীতে গত কয়েক বছরে বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন মানুষ মারা গেছে বলেও জানান তারা।

জীবতলী ইউপির মেম্বার ধন চাকমা জানান, রাতে ওই নারী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ওই সময় তিনি হঠাৎ হাতির আক্রমণের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান বলে শুনেছেন।

আরও পড়ুন

×