ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

প্রতীকী ছবি

কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা

প্রকাশ: ৩১ মে ২০২২ | ০১:৫৩ | আপডেট: ৩১ মে ২০২২ | ০১:৫৩

নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে মো. নাসির উদ্দীন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের মরদেহ মঙ্গলবার ভোরে উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে শ্রীপুর গ্রামে কিশোরের নানাবাড়ির পুকুরে সে ডুবে যায়।

মৃত মো. নাসির উদ্দীন কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেন ও সেতেরা বেগম দম্পতির ছেলে। তার মৃগীরোগ ছিল বলে জানা গেছে। 

নাসির উদ্দীনের পরিবার জানায়, ওই দিন সন্ধ্যায় নাসির তার মা সেতেরা বেগমের কাছে পাশের নানা সিদ্দিক মিয়ার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বাড়িতে ফিরতে দেরি দেখে পারিবাবরের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুুঁজির পর বাড়ির পাশে ওই পুকুরে তার মরদেহ পাওয়া যায়। ভোরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসেন। 

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা সমকালকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নাসিরের মরদেহ থানায় নিয়ে আসা হয়। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতের অভিবাবকের কাছে মঙ্গলবার দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×