ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যাদের পাকিস্তান ভালো লাগে তারা সেখানে চলে যান: শাহরিয়ার কবির

যাদের পাকিস্তান ভালো লাগে তারা সেখানে চলে যান: শাহরিয়ার কবির

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২২ | ০৩:৩৫ | আপডেট: ০৪ জুন ২০২২ | ০৩:৩৫

একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ইসলামের হুকুমাত তো পাকিস্তানে ছিল, ইসলামের নামেই তারা ২৪ বছর শাসন করেছে, শোষণ করেছে,দেশকে বিভক্ত করেছে, গণহত্যা চালিয়েছে। যাদের পাকিস্তান ভালো লাগে,তারা সেখানে চলে যান। এখানে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না।

শনিবার নাটোর শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে শহীদ জননী জাহানার ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুখে জয়বাংলা ধারণ করে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই দেশে আর কোন অপকর্ম করতে দেয়া হবে না। বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চায়, তারাই ধর্মের নামে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে নানা অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,  পৌর মেয়র উমা চৌধুরি জলি,উপাধ্যক্ষ কামরুজ্জামান,অ্যাডভোকেট মালেক শেখ প্রমুখ।

আরও পড়ুন

×