ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সবজির আড়ালে গাঁজা চাষ করতেন তিনি

সবজির আড়ালে গাঁজা চাষ করতেন তিনি

ছবি: পুলিশের সৌজন্যে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২২ | ১০:২৯ | আপডেট: ০৪ জুন ২০২২ | ১০:২৯

সোনাগাজীতে সবজির আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে মো. আবুল কালাম নামে এক চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই চাষীর বাগান থেকে অন্তত তিনটি বড় গাঁজা গাছ জব্দ করা হয়। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান।

গ্রেপ্তার কালাম সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোনার বাপের দোকান সংলগ্ন মৃত মীর আহম্মদের ছেলে।

ওসি খালেদ হোসেন জানায়, কালাম একজন গাঁজাসেবী। গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি। তাই নিজের বাড়ির পাশে খালপাড়ে সবজি চাষের সঙ্গে গাঁজা গাছের বীজ রোপণ করে চাষ শুরু করেন তিনি। স্থানীয়রা এতদিন গাঁজা গাছটিকে ফুলের গাছ ভাবলেও পরে গাঁজা চাষের বিষয়টি খবর পায় পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাাঁজা গাছসহ কালামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কালামের স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমিার স্বামী শারীরিকভাবে অসুস্থ। গত বছর গাছ কাটতে গিয়ে সে গুরতর আহত হয়। সম্প্রতি বাড়ির পাশে খাল পাড়ে সবজি চাষ করতেন। সবজি ক্ষেতে গাঁজা গাছ কে রোপণ করেছে আমরা জানি না।

আরও পড়ুন

×