নদীতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২২ | ০৩:৩৭ | আপডেট: ০৬ জুন ২০২২ | ০৩:৩৭
নাটোরের গুরুদাসপুরে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে হামিম হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খুবজিপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
হামিম মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
জানা যায়, হামিম তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে সহপাঠিদের সাথে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে নেমে সে ডুবে যায়। পরে স্বজনরা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- নাটোর
- গুরুদাসপুর
- নদীতে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু