ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যুবকের মাথা ন্যাড়া

গলাচিপায় সেই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

গলাচিপায় সেই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

দুই যুবককে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়- সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ১১:০৪ | আপডেট: ০৯ জুন ২০২২ | ১১:০৪

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুই যুবককে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ওই দুই যুবকের একজন তুহিন হোসেন গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

বিচারক মামুনুর রহমান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ২ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সায়েম গাজী, হাদি হাওলাদার ও হযরত হাওলাদার। তাঁদের বাড়ি চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তিতে। মামলায় সাক্ষী রয়েছেন আরেক ভুক্তভোগী কালু গাজীসহ ৯ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামের অহিদুল মৃধার সঙ্গে চর আগস্তির নূরু সরদারের মেয়ে মুক্তার বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে বরযাত্রী হিসেবে তুহিন ও কালু গাজীও যায়। কনের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার পর বাড়ির পাশে দাঁড়িয়ে তাঁরা স্থানীয় এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই মেয়ের ভাই সাইদুল ইসলাম এসে মারধর করেন তুহিন ও কালু গাজীকে। একপর্যায় ইউপি সদস্য আবু সায়েম গাজী এসে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠক বসিয়ে ওই দুই যুবককে মারধর করেন এবং মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন।

তুহিন ও কালু গাজীর দাবি, তাঁরা কোনো অপরাধ করেননি। তারপরও অপবাদ দিয়ে তাদের মারধর করা হয়েছে। এর সঠিক বিচার চান তাঁরা। কালু গাজীর বাবা লিটন গাজীও এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

মেয়ের ভাই সাইদুল ইসলাম দাবি করেন, ওই দুই যুবক আমার বোনকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। তাদের দু'জনকে বিয়ের অনুষ্ঠানে পেয়ে ইউপি সদস্য সায়েম গাজীর কাছে নিয়ে যাই এবং সেখানে বিচার সালিশের মাধ্যমে তাদের মাথা ন্যাড়া করে সতর্ক করা হয়েছে। তবে আলকাতরা কে বা কারা লাগিয়েছেন, তা আমার জানা নেই।

অভিযুক্ত ইউপি সদস্য আবু সায়েম গাজী দাবি করেন, কোনো সালিশ বৈঠক হয়নি এবং কারও মাথা ন্যাড়া করিনি।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×